গাংনীর আকাশে অদ্ভুত আলোকচ্ছটা
মেহেরপুরের গাংনীর আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলাব্যাপী এ দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি অদৃশ্য হয়ে যায়।
দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন তারা। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়।
সুজন মাহমুদ নামের একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আকাশে অদ্ভুত আলো।’ সুজন মাহমুদ, আকাশে এক রহস্যময় আলো। প্রায় ৩০ মিনিটের মত আলো স্থায়ী ছিল। এই আলোকে কেন্দ্র করে জেলায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। এই আলোর উৎস কি, তা এখনো জানতে পারিনি।
মাসুম নামের একজন লিখেছেন, ‘গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে।’
শেখ আলমগীর নামে একজন লিখেছেন, ‘মহান আল্লাহ পাক সব ভালো জানেন। কী হবে দুনিয়ায়! হঠাৎ আকাশে দেখলাম।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রীয় উচ্চ পর্যবেক্ষক( ইনচার্জ) রাকিব হাসান গাংনীর চোখ’কে জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই,এটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের আলো।