গাংনীত যায়যায়দিনর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:09 AM, 01 July 2021

মেহেরপুরের গাংনীত আলাচনা সভা ও কক কাটার মধ্য দিয় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠান প্রধান অতিথী হিসেবে কেক কাটেন গাংনী থানার ওসি বজলুর রহমান।
গতকাল বুধবার(৩০জুন) দুপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানর আয়াজন করা হয়।
গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্ব ও মাজেদুল হক মানিকর সঞ্চালনায় অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখন যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মজনুর রহমান আকাশ। অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম।এসময় প্রেসক্লাবর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :