গাংনীতে ৯ চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মেহেরপুরের গাংনীতে ৯ জন গাড়ি চালককে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কাথুলি নামক স্থানে এ ভ্রাম্যমান আদালত প্রচারণা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সড়কে জনসাধারণের চলাচল নির্বিক রাখতে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির লাইসেন্স না থাকা, তুলনার থেকে অতিরিক্ত যাত্রী বহন করা, অদক্ষ চালক ও বৈধ যানে উচ্চ সহকারে সাউন্ড বক্স বাজিয়ে সড়কের চলাচল করার অপরাধে এ সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন ও ড্রাইভিং লাইসেন্স না থাকা, অদক্ষ চালক ও বৈধ যানে উচ্চ সহকারে সাউন্ড বক্স বাজিয়ে সড়কের চলাচল করার অভিযোগে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ওই সময় ৯ গাড়ী চালককে ৭হাজার ৫০০ টাকা অর্থদ- করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।