গাংনীতে ৭ জুয়াড়ি আটক
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৭জন জুয়াড়িকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
শনিবার দিবাগত মধ্যেরাতে উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক হয়।
আটককৃতরা হলেন-উপজেলার রামনগর গ্রামের আসমত আলী (৪৮), জানেবুল ইসলাম (৩৫), মেছের আলী (৫২),সাহাজুল ইসলাম (২৭), ইউনুস আলী (৪৩), সাহাজুল বিশ্বাস (৫৫) ও ইয়ার আলী (৫৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান,উপজেলার রামনগর গ্রামে জুয়া খেলা চলছে এমন গােপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭জন জুয়াড়িকে আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার দুই সেট তাস ও নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান,আটককৃতদের বিরুদ্ধে শনিবার রাতে মামলা দেয়া হয়েছে।আর তাদেরকে রোববার দুপুরে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।