গাংনীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:44 PM, 07 November 2020

মেহেরপুরের গাংনীতে ৪৯তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সভাকক্ষে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রাশেদুল হক জুয়েল ও মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যাপক আবদুল্লাহ আল-আমিন ধুমকেতু,চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবুল কাশেম,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ইসলাম মাস্টার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমূখ। অনুষ্ঠান শেষে গাংনী উপজেলা সমবায় অফিস এর উদ্যোগে ঋণ ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

আপনার মতামত লিখুন :