গাংনীতে ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার
সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের গাংনী উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৩ নেতাকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা ছাত্রলীগের নেতাবৃন্দ ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৩ নেতাকে প্রাথমিক ভাবে বহিষ্কার করা হলো। সেই সাথে ওই ৩জন ব্যক্তিকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।
বহিষ্কৃতরা হলেন- বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখার সহ-সভাপতি আশিকুজ্জামান সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক তুহিন আলী ও কাথুলী ইউনিয়ন শাখার সভাপতি জোবায়েদ হোসেন জামিল।