গাংনীতে ৩৫ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
মেহেরপুর গাংনীতে ৩৫ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আজ মঙ্গলবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী।
দিনব্যাপী ২১৭ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ১০৯ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৭২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর আগে ৭ ডিসেম্বর এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আল মারুফ। এসময় টিকাদানকারী স্বেচ্ছাসেবকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।