গাংনীতে ২ হাজার টাকার জন্য বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করল ছেলে
মেহেরপুরের গাংনীতে বৃদ্ধ বাবাকে ২ হাজার টাকার দাবিতে পিটিয়ে আহত করেছে ছেলে। আজ রবিবার এ ঘটনা ঘটে। এ সময় ছেলে মিনহাজ উদ্দিন(৩৫) এর ডালের বেধড়ক আঘাতে আহত হন তার বাবা জমির উদ্দিন(৬৫)। আহত জমিরউদ্দিন উপজেলার জুগিন্দা গ্রামের মধ্যপাড়ার মৃত জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, জমির উদ্দিন এর কাছে ২হাজার টাকা দাবি করে তার আপন সন্তান মিনহাজ। টাকা দিতে না চাইলে একপর্যায়ে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তার আপন অবাধ্য সন্তান মিনহাজ। আজ রাত সাড়ে ৯ টার দিকে আজান গ্রামের ক্লাবের সদস্যরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।পিতা জমির উদ্দিন অবাধ্য সন্তানের বিচার দাবি করে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।