গাংনীতে ২ বেকারি ব্যবসায়ীকে জরিমানা


মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, তৈরিকৃত বিধি লংঘন করার অপরাধে করা হয়। মঙ্গলবার(১৯জানুয়ারী) অফিসার পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল আহমেদ এর নেতৃত্বে উপজেলার বেতবাড়িয়া একরামে মেসার্স ফিরোজ বেকারি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ২০১৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৩০হাজার টাকা একই এলাকার হাসিবুলের বেকারিতে অপরাধ ও ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বেশকিছু প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে সতর্ক করে জনসাধারণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করা হয়। এসময় মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।