গাংনীতে ২ বিঘা জমির কলাক্ষেত্র কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:43 PM, 17 February 2024

মেহেরপুরের গাংনী উপজেলার চরগােয়াল গ্রামে মধ্য মাঠে এক কৃষকের ২ বিঘা জমির কলাক্ষেত্র কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে চরগােয়াল গ্রামের বাসিন্দা ও মটমুড়া ইউপি সাবেক মেম্বার শহিদুল ইসলাম সর্দারের ছেলে কৃষক সােহাগ সর্দারের কলাক্ষেত্র তছরুপাত করা হয়।
স্থানীয়রা জানান,সােহাগ ৩ বিঘা জমিতে কলাক্ষেত্র রােপন করেছিলেন। কলার কাঁধি বিক্রয়ের উপযােগি হয়ে পড়েছিল। শুক্রবার রাতের কােন এক সময় দুর্বৃত্তরা তার ২ বিঘা জমির কলাক্ষেত্র কেটে তছরুপাত করে। বাকি ১ বিঘা জমির কলাক্ষেত্র স্বাভাবিক রয়েছে।
কৃষক সােহাগ সর্দার জানান, রাতের অন্ধকারে কে বা কারা আমার জমির কলাক্ষেত্র কেটে সর্বনাশ করেছে, ভেবে উঠতে পারছিনা। কয়েকদিন পরেই কলার কাঁধ কেটে বিক্রির জন্য প্রস্তুত নিচ্ছিলাম। এমন সময় এই সর্বনাশ করল দুর্বৃত্তরা। যার কারণে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান,ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কােন অভিযোগ এখনও পায়নি। অভিযোগ পেলে,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :