গাংনীতে ২ পেশাদার ছাগল চোর আটক
মেহেরপুরের গাংনীতে ২জন ছাগল চোরকে আটক করেছে পুলিশ।আজ শনিবার উপজেলার হাড়িয়াদহ্ গ্রামে থেকে তাদের আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের খয়ের আলীর ছেলে বিপ্লব হোসেন (২৬) ও হারদি গ্রামের মাদার আলীর ছেলে মিন্টু (৩০)।
স্থানীয়রা জানান,বিপ্লব ও মিন্টু পেশাদার ছাগল চোর।এর আগেও দু’জন বিভিন্ন এলাকায় ছাগল চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছিল।আজও হাড়িয়াদহ গ্রামে ছাগলচুরির সময় তারে আটক করা হয়।
গাংনী থানা সেকেন্ড অফিসার আতিকুর রহমান জানান, স্থায়ী অসহায় দুই ছাগল চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।