গাংনীতে ১৩ মামলার আসামী আটক
মেহেরপুরের গাংনীতে ওয়াসিম আকরাম ওরফে মাগরিব (৪৫) নামের ১৩ মামলার আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাগরিব গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
শুক্রবার গাংনী থানার ওসি বজলুর রহমানের নির্দেশে পুলিশের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে মাগরিবকে তার বাড়ি থেকে আটক করে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,আটককৃত ওয়াসিম আকরাম ওরফে মাগরিবের নামে থানায় মাদক সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে। সে পুলিশের চােখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এদিন মাগরিব হঠাৎ করে তার বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাগরিবকে শুক্রবার বিকেলে মেহেরপুর আদালতে সােপর্দ করা হয়েছে।