গাংনীতে ১০কেজি গাঁজাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ১০কেজি গাঁজাসহ নাঈম ইসলাম(১৯)নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার(১০-জুন) ভোর ৪টার দিকে তাকে আটক করে।আটককৃত নাঈম ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের বাবর আলী বাবুর ছেলে।গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান,উপজেলার বেতবাড়িয়া-ভবানীপুর গ্রামের ৩ রাস্তার মোড় এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আশরাফ আলী’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ নাঈম ইসলামকে আটক করে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর ১৬০সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।আটককৃত নাঈম ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।