গাংনীতে ১’শ২০ অসহায় অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
“আসুন সুখ-দুঃখ ভাগ করে সবাই মিলে ভাল থাকি” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর গাংনী উপজেলার চর গোয়াল গ্রাম এলাকাবাসী কর্তিক আয়োজিত অসহায়-অসচ্ছল ১’শ২০পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।বিজ্ঞাপনঃ
নাম প্রকাশে অনিচ্ছুক উদ্যোক্তারা জানান, হাটিহাটি পা পা করে আমরা ৭ম বারের মতো এবারও আল্লাহর রহমতে অসহায় অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। তারা জানান আমরা ১১ জন মিলে এলাকাবাসী ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে,নিজ এলাকার অসহায়দের মাঝে খাদ্য পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রতিবছর বিতরণ করে থাকি।এর ধারাবাহিকতায় সামনে ঈদ-উল-ফিতর কে কেন্দ্র করে আমরা অসহায়-অস্বচ্ছল ১২০ এবারের মাঝে ৮ কেজি চাল, ৩’শ গ্রাম চিনির২’শ৫০ গ্রাম সেমাই বিতরণ করছি। আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে প্রতিটি গ্রাম প্রতিটি এলাকার মানুষ এমন মহতী উদ্যোগ হাতে নিয়ে এলাকায় অসহায় অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়াবে।