গাংনীতে ০৬ চোর আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:28 PM, 25 January 2021

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে ০৬জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করে।

আটককৃতরা হলো উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কাউসার মণ্ডলের ছেলে আয়নাল(৩৫), গাংনী মহিলা কলেজ পাড়া সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান(২৮), সাহারবাটি গ্রামের ক্লাব পাড়ার দেলশাদ হোসেনের ছেলে মানিক হোসেন(২০), ফতেপুর গ্রামের মন্ডল শেখের ছেলে জনি(৩৭), পূর্ব মালসাদা গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল হালিম(২৩), পূর্ব মালসাদা গ্রামের কাউছার আলী ছেলে সিহার(১৪)।

গাংনী থানার ওসি মোঃবজলুর রহমান জানান, ইতিপূর্বে গাংনী থানায় তাদের বিরুদ্ধে চুরি মামলা রয়েছে তাই তাদের সন্দেহমূলক আটক করা হয়েছে। তিনি আরো বলেন গাংনী থানায় চুরি বন্ধ করার জন্য গাংনী থানা পুলিশ চোর নির্মূলে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য গাংনী থানায় এক মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন :