গাংনীতে ০২ জুয়ারী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:12 PM, 07 February 2021

মেহেরপুরের গাংনীতে ০২ জুয়ারী আটক করেছে থানা পুলিশ। আজ রবিবার দুপুর ০৩টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুর গাংনী পৌরসভা এলাকার ০৮নং ওয়ার্ডের(হলপাড়া) আল্লাহর দান পাড়ার খালেক হোসেনের ছেলে জাকের হোসেন(৩২) ও একই উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল গনি ছেলে ইলিয়াস হোসেন(৩২)।

গাংনী থানার ওসি মোঃবজলুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার সিনেমা হল পাড়া সেলিমের লিচু বাগানে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাকের ও ইলিয়াসকে আটক করে।এসময় তাদের কাছ থেকে ৩৩হাজার ৯’শ ২০টাকা,৫২পিচ টাস, ও জুয়া খেলার জন্য বসে থাকা একটি পুরাতন কার্টুন উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো জানান,গাংনী থানা থেকে মাদক,ইভটিজিং, চুরি,ডাকাতি,ছিনতাই ও জঙ্গি নির্মূলে থানা পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :