গাংনীতে হেরোইনসহ আটক-১
মেহেরপুরের গাংনীদে তিন গ্রাম হেরোইনসহ সাহারুল ইমলাম(২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার(২১ জানুয়ারি) সন্ধা সাতটার দিকে তাকে আটক করে।আটককৃত সাহারুল ইসলাম উপজেলার দেবিপুর গ্রামের মৃত সাজাহান আলীর ছেলে।
বামন্দী ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবীপুর গ্রামের দক্ষিণ পাড়ার ফকির মোল্লার বাড়ির কাছে থেকে সাহারুল ইসলামকে আটক করে।তার প্যান্টের পকেট থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করে। আটককৃত সাহারুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক তাকে জেলা আদালতের মধ্যেমে কারাগারে পাঠানো হবে।