গাংনীতে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে আব্দুল বারি(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়। হাজী আব্দুল বারীর বাড়ি উপজেলার গাড়াডোব গ্রামে।
আব্দুল বারীকের জামাতা আব্দুর রাজ্জাক জানান, দুপুরে তিনি বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করছিলেন। এসময় শরীর খারাপ লাগলে বাড়িতে চলে আসেন।
এরপরেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান।