গাংনীতে হার্ডওয়ারের দোকানে আগুন
মেহেরপুরের গাংনীতে হালিম হার্ডওয়ারের দোকানে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রবিবার রাত ১০টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া রোডে হালিম হার্ডওয়ার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপজেলার গাংনী ঈদগা পাড়ার নবীর উদ্দিনের ছেলে দোকান মালিক আব্দুল হালিম জানান, রাস্তায় চলাচল কারী পথচারীরা দেখে আমার দোকানের মধ্যে আগুন জ্বলছে এমত অবস্থায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার সংবাদ দে বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
আব্দুল হালিমের শ্যালক বোরহান উদ্দিন জানান,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,হার্ডওয়ারের দোকানে আগুনের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।