গাংনীতে হাতেনাতে তিন মহিলা চোর আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:56 PM, 26 December 2020

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের রাজমণি শপিং মল থেকে তিনজন মহিলা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৬ ডিসেম্বের) দুপুরে শপিং মলের রাশেদ নামের এক ব্যাক্তির কাপড়ের দোকান থেকে চুরি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয় বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে একটি থ্রি পিচের কাপড় উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো মজিবরের মেয়ে আঞ্জুয়ারা ওরফে আঞ্জু তার স্বামী সালাম, মৃত ফিরোজের মেয়ে পলি খাতুন, তার স্বামী মনিরুল আগে চাউলের ব্যবসা করত ও রজবের মেয়ে সুফিয়া তার স্বামী সামছের ভারতে চলে গেছে। তারা সকলে দাবি করে তাদের সকলের বাড়ি ঝিনেদহ শহরের আরাপপুর তারা বর্তমানে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ভাড়া বাসাতে থাকে।

দোকান মালিক রাশেদ জানান, এর আগেও প্রায় কয়েকবার দোকানে চুরি সংঘটিত হয় এবং এরাই তার সাথে জড়িত বলে তার প্রমাণ স্বরুপ সিসি টিভির ফুটেজ দেখান যেখানে তাদের চুরির দৃশ্য বলে দাবি করেন তিনি।

চুরি সংঘটিত হওয়ার সময় প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপনের মাধ্যমে পুলিশে সোপর্দ করেন।
গাংনী থানার এস আই রেজোয়ান জানান, দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আটককৃতদের কাছে চুরির বিষয়ে জানতে চাওয়া হলে তারা অসংগতি পূর্ণ কথা বলতে থাকে।

 

সূত্রঃপ্রেস হাউস

আপনার মতামত লিখুন :