গাংনীতে হত্যাকাণ্ডের শিকার দুই নারীর দাফন সম্পন্ন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:39 PM, 13 October 2024

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের শানঘাট গ্রামে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হাতে হত্যা কান্ডের শিকার হওয়া জাকিয়া ইলমা ও জােসনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার বিকেলে জাকিয়ার জানাযা শেষে দাফন সম্পন্ন হয় তার শ্বশুরের গ্রাম গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বড় বামন্দীতে।
এবং এদিন বিকেলে জােসনা খাতুনের জানাযা শেষে দাফন সম্পন্ন হয় তার শ্বশুরের গ্রাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বােয়ালমারীতে।
এর আগে রবিবার সকালের দিকে তাদের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর নিজ নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে গাংনী থানা পুলিশ।

উল্লেখ্যঃ গত শনিবার সকালের দিকে শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজির সম্পত্তি নিয়ে তার ছােট ছেলে ওহিদুল ইসলাম ওরফে মহিবুল, নিজের বােন জােসনা ও ভাবী জাকিয়া ইলমাকে কুপিয়ে হত্যা করে। সেই সাথে ওহিদ তার মেজাে ভাইসহ দুজনকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে।

এদিকে,হত্যাকান্ডের ২ ঘণ্টা পর পুলিশ ওহিদুলকে মেহেরপুর শহরের একটি বাড়িতে গ্রেপ্তার করে।হত্যাকান্ডের সময় প্রতিপক্ষরা প্রতিরােধ করার সময় ওহিদ কিছুটা আহত হয়।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান,শানঘাট গ্রামে ২ নারীকে হত্যাকান্ডের ঘটনায় ওহিদুল ইসলাম মহিবুলকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতের মাধ্যমে হাজতে নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :