গাংনীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি সাহিদুজ্জামান খোকন
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চোঁখতোলা এলাকার সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
শনিবার দুপুর ১টায় তিনি সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, জনগনের দূর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে সরকার বিপুল পরিমান টাকা বরাদ্দ করেছে।
এ রাস্তার কারনে দীর্ঘদিন এই সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। সংস্কার কাজে কোন ধরনের অনিয়ম ও গাফলতির অভিযোগ উঠলে ব্যবস্থা নেয়া হবে। কোন অজুহাত ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে তাগিদ দেন।
উল্লেখ্য : চোঁখতোলা-জোড়পুকুর ৯.৪০ মিটার সড়র সংস্কারে ৯কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে মেহেরপুরের জহুরুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বাস্তবায়ন করছে।