গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মেহেরপুর গাংনীতে সড়কে বাস চাপায় ফারিহা খাতুন(৮) নামের এক শিশুকণ্যা নিহত হয়েছে। শুক্রবার (৩০ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাশঁবাড়িয়া পশ্চিম পাড়া নামকস্থানে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারিহা বাশঁবাড়িয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী লোকাল বাস মদিনা পরিবহন যার নম্বর(ঢাকা মেট্রো জ ১৪-১১১৯) বাশঁবাড়িয়া পশ্চিম পাড়া মসজিদের কাছে পৌছুলে রাস্তা পারাপারের সময় ফারিহাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ফারিয়া। স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।