গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-২
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের ও মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই জন আহত হয়েছে। রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢেপা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী ঢেপা গ্রামের আইয়ুব আলির ছেলে মাজেদুল হক(১৬) ও মইনদ্দিন এর ছেলে ইমন (২৫)।
জানাগেছে, গাংনী উপজেলা ঢেপা গ্রাম থেকে মামা ও ভাগ্নে মোটরসেইকেলযোগে গাংনীতে আসছিলেন এবং মাঠ থেকে হামিদুলের ছেলে ফয়সাল হঠাৎ জমি চাষ করে ট্রাক্টর নিয়ে রাস্থায় উঠে আসে। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে দুজনের অবস্থা অশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।