গাংনীতে স্বাস্থ্য ও ব্যাংক কর্মী সহ ৮জন করোনা আক্রান্ত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:25 AM, 16 August 2020

মেহেরপুরের গাংনীতে নতুন করে স্বাস্থ্য ও ব্যাংক কর্মী সহ ৮জন করোনা আক্রান্ত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রিয়াজুল আলম।
আক্রান্তরা হলেন,মুজিবনগর সরকারী কলেজের প্রভাষক গাংনী ডিগ্রী কলেজ পাড়ার ইসমাইল হোসেন,মহিলা ডিগ্রী কলেজ পাড়ার সাহানা খাতুন,সোমা খাতুন ও সাইফ হাসান খান,স্বাস্থ্য সহকারী বিলকিস বানু,গাংনী বাজার শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা গাড়াডোবের আবু হাসান,সিনেমা হলপাড়ার সাবেক শিক্ষক সাহাবুদ্দীন আহমেদ। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রিয়াজুল আলম। বলেন,আক্রান্তরা নিজনিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা নেবেন। এছাড়া বিধি অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্তদের সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

 

আপনার মতামত লিখুন :