গাংনীতে সেলাই মেশিন,হুইলচেয়ার ও ফুটবল বিতরণ
মরহুম কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ২০জন দুস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন,২৫ জন প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইলচেয়ার ও ৫০জন নতুন প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে ফুটবল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু’র দলীয় কার্যালয়ের সামনে সামগ্রী বিতরণ করা হয়।
মরহুম কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জিয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক। এসময় এমপিপত্ন লায়লা আরজুমান বানু শিলা, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম,গাংনী পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম,ছাত্রনেতা রবিউল ইসলাম,বিশিষ্ট আওয়ামিলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমূখ উপস্থিত ছিলেন।