গাংনীতে সুদ কারবারির নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:30 PM, 16 February 2022

মেহেরপুরের গাংনীতে সুদখোরের নির্যাতনে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মর্জিনা খাতুন নামের এক গৃহবধূ।আজ বুধবার(১৬ফেব্রুয়ার) সে আত্মহত্যার চেষ্টা করে। গৃহবধূ মর্জিনা খাতুন গাংনী উপজেলার ওলিনগর গ্রামের আলগামন চালক বকুল হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সুদ কারবারি চম্পা খাতুন এর কাছ থেকে ৩০ হাজার টাকা সুদমূলে নিলে শম্পা খাতুন ৮ লক্ষ টাকা দাবি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতানক্য হলে মর্জিনা খাতুনের স্বামী বকুল হোসেন তাকে মারধর করে। এতে ক্ষবে মর্জিনা খাতুন ঘাস মারা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায়,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।মর্জিনার স্বামী বকুল হোসেন জানান, পাশের বাড়ির সুলতান হোসেনের মেয়ে চম্পা খাতুনের কাছ থেকে সাম্প্রতিক সময়ে ৩০ হাজার টাকা সুদের উপর নেন আমার স্ত্রী মর্জিনা খাতুন। এর মধ্যে পুরা টাকা পরিশোধ করেও দিয়েছি। তারপরেও চম্পা খাতুন আমার স্ত্রীর কাছে ৮ লাখ টাকা দাবী করে সব সময় নানাভাবে হুমকী ধামকী দিচ্ছেন। এ নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে সে ঘরে থাকা ঘাস মারা কীটনাশক পান করেন।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক হামিদুল ইসলাম জানান, তার অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :