গাংনীতে সিদকেটে চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক-২
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের হাইস্কুল মার্কেটের মোবাইল হসপিটাল নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিদ কেটে মালামাল চুরির সময় পুলিশের হাতে ২জন আটক হয়েছে। আটককৃতরা হলো-গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা তারা চাঁদের ছেলে সাকিল হোসেন (১৫) ও পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামের কাওছার আলীর ছেলে শিহাব আলী (১৪)।
শনিবার (১০ অক্টােবর) দিবাগত রাতে সিদ কাটার সময় গাংনী থানা পুলিশ তাদের হাতে-নাতে আটক করে।
গাংনী মোবাইল হসপিটালের মালিক আব্দুস সালাম জানান শনিবার সন্ধ্যা রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি আসি। মধ্যরাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিক থেকে সিদ কাটার সময় বাজার পাহারাদারের নজরে পড়ে। এসময় পাহারাদার গাংনী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ২জনকে আটক করে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,আটককৃতদের নামে একটি মামলা হয়েছে।