গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট হত্যার দায় স্বীকার
মেহেরপুরের গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে সুটার সুমন। বৃহস্পতিবার বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট শাহিন রেজার আদালতে নিজের দোষ স্বীকার করে জড়িতদের নাম প্রকাশও করছে সুমন। আজ শুক্রবার দুপুর ১২ টায় গাংনী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান প্রেসব্রিফিংএ সংবাদিকদের বলেন,
এ খুনের মূল পরিকলপনাকারি জুগিন্দা গ্রামের জনৈক্য ব্যক্তি ( তদন্তর সার্থে তার নাম এই মুহুর্তে প্রকাশ করেনি পুলিশ)। হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও মোটরসাইকেলও সরবরাহ করে ঐ পরিকল্পনাকারি। হত্যার কয়েকদিন পূর্বে আমঝুপি নীলকুঠি এলাকায় ছিনতাইকারীরা এ বিষয়ে এক বৈঠক করে ।ঘটনার দিন সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে টাকার ব্যাগ নিয়ে গাংনীতে আসার পথে একটি মোটরসাইকেলে সুমন সহ অন্য দুজন ছিনতাইকারী তাকে অনুসরন করে। গাড়াডোব-আমঝুপি সড়কের ইসলামপুর পাড়া এলাকায় পৌছানোর পর খাদেমুল ইসলামের পথরোধ করার চেষ্টা করে। পথরোধের চেষ্টা ব্যার্থ হওয়ায় পিছন থেকে তাকে পিঠে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় টাকার ব্যাগ আকড়ে ধরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাকারীরা পালিয়ে জুগিন্দা গ্রামের সেই পরিকল্পনাকারির বাড়িতে আশ্রয় নেয়। সেখানে কাপড় পরিবর্তন করে ও অস্ত্র রেখে তারা চলে যায়। বিভিন্ন তথ্য’র ভিত্তিতে শুটার মুজিবনগর উপজেলার টঙ্গিগোপালপুর গ্রামের সামসের আলীর ছেলে সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে ৫ দিন রিমান্ড শেষে বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট শাহিন রেজার আদালতে নিজের দোষ স্বীকার করে জড়িতদের নাম প্রকাশ করে সুমন। তিনি আরো বলেন,হত্যাকান্ডের পরিকল্পনাকারিসহ অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রত সময়ের মধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অন্য আসামীদের গ্রেফতার করা হবে। উল্লেখ্য : গত বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে কোমরপুর থেকে মোটরসাইকেল যোগে গাংনীতে আসার পথে খাদেমুল ইসলামকে গাড়াডোব-আমঝুপি সড়কে ইসলামপুরে গুলি করে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই আরফান আলী বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৩০। তারিখ ২৭-০৮-২০২১ ইং।