গাংনীতে সিগারেট খাওয়া নিষেধ করায় তিনজনকে কুপিয়ে আহত
মেহেরপুরের গাংনীতে সিগারেট খাওয়া নিষেধ করাই তিন জনকে কুপিয়া মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ। আজ বুধবার রাত আটটার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো মৃত অবিশ্বাসের ছেলে নজরুল ইসলাম(৭০), টুয়েল এর ছেলে সোহেল রানা(২৫) ও মিকাইল(১৯)।
প্রত্যক্ষীরা জানান, চাচাতো ভাইয়ের ছেলেকে সিগারেট খাওয়া নিষেধ করায় অবিশ্বাসের ছেলে শামসুল(৫০) তার ছেলে তামিম(২২) ও সুমন(৩০) দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়া আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.জাহিদ হাসান জানান, আহত অবস্থায় তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে, এর মধ্যে নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, বিষয়টি আমাদের জানা নেই, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।