গাংনীতে সাহারবাটি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) বিকালে ভোমরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সাহারবাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
অনুষ্ঠানে সাহারবাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সহিদুল ইসলাম নাসির, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। এছাড়াও বক্তব্য রাখেন ইনসারুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক-কাওছার আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান্দ বানু, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইন, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আর এইস ইমন, সাহারবাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ সাকিব, সিনিয়র সহ-সভাপতি খাত্তাবুর রহমানসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।