গাংনীতে সাবেক ছাত্রলীগের প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা
সারা দেশে বিএনপি জামাতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। আজ শুক্রবার (৯ডিসেম্বর) সন্ধ্যা রাতে উপজেলা পরিষদ গেট থেকে একটি প্রতিবাদী শোভাযাত্রা গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহন করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবিব, গাংনী সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসিব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাভাপতি রাকিবুল ইসলাম টুটুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান পিন্টু, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবার, গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকনুজ্জাম রোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।