গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে গোলাপী (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূ গোলাপী খাতুন গাংনী উপজেলা শহরের থানাপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।
আজ মঙ্গলবার ভোররাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোলাপী খাতুনের স্বামী কৃষক হাফিজুর রহমান জানান,সোমবার দিবাগত রাতে গোলাপী ঘরে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তাকে সাপে কামড় দেয়। এসময় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করি। ভর্তির কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।