গাংনীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-৭
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭জনকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।বুধার(২৫ অক্টোবার) রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতরা হলো, গাংনী উপজেলার রাজাপুর গ্রামের ওয়াজেদ কারীকরের ছেলে সাইদুল ইসলাম (৪০),৭নং ওয়ার্ড ভিটাপাড়ার মৃত মহাসিন আলীর ছেলে মীর মহিদুল ওরফে মুকুল (৪৮), মাইলমারী মন্ডলপাড়ার মৃত দবির উদ্দীনের ছেলে সেকেন্দার আলী(৪৫),সাহারবাটি গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে তরিকুল আলী(৪০), কাজিপুর হাজীপাড়ার রুপচাঁনের ছেলে আমিরুল ইসলাম(৩৮), করমদী মধ্যপাড়ার মৃতঃ কুদ্দুসের ছেলে মাগরীব আলী,আকুবপুরের মৃত জামাত আলীর ছেলে নান্নু (২০)।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।