গাংনীতে সাজাপ্রাপ্ত আসামী আটক
মেহেরপুরের গাংনীতে জাহিদুল ইসলাম(৩৫) নামের ০৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত জাহিদুল ইসলাম উপজেলার বেতবাড়িয়া গ্রামের বরকত আলীর ছেলে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পলাতক আসামি তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটক করে।সিআর ৭৩২/১১ মামলায় জাহিদুলের তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।