গাংনীতে সরকারী মাটি বিক্রয়ের অপরাধে দিনমজুরের জরিমানা
মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীর পাড় থেকে সরকারী মাটি কেটে বিক্রি করার অপরাধে দিনমজুর ৩ গাড়ি চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম। গাড়ি চালকরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামাল উদ্দিনের ছেলে পলাশ(২৫), মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন(৩০) ও পিরতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম(২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাথাভাঙ্গা নদীতে প্রায় ৫০টি গাড়ি নিয়ে মাটি কাটছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম অভিযান পরিচালনা করেন। এসময় মাটি বিক্রয়ের সংশ্লিষ্টরা ধরাছোয়া বাহিরে থাকায় সড়ক আইনের ২০১৮ এর ৬৬ ধারায় ৩জন গাড়ি চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।