গাংনীতে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:06 AM, 28 March 2021

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল হক আসাদ এর বিরুদ্ধে দু’টি গাছ বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কোন টেন্ডার ছাড়াই প্রায় ৫০ হাজার টাকা মুল্যের দুটি গাছ ২৭ হাজার ৫শ’টাকায় বিক্রি করেন প্রধান শিক্ষক ওয়াহিদুল হক আসাদ।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি জানান, ইতিপূর্বেও বিদ্যালয়ের বেশ কয়েকটি গাছ বিক্রয় করেছেন। তিনি আরো বলেন, শুধুমাত্র সভাপতিকে ম্যানেজ করেই এ ধরনের নীতি বহির্ভূত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি।
গাছ ক্রেতা বেতবাড়িয়া গ্রামের বকুল বেপারী জানান, হেড মাস্টার বলেছে গাছ বিক্রি করবে। কম দামে পেয়েছি তাই লাভের আশায় ওই গাছ দু’টি কিনেছি।

প্রধান শিক্ষক ওয়াহিদুল হক আসাদ জানান, গাছ বিক্রি করতে টেন্ডার বিজ্ঞপ্তি দিতে হয় আমার জানা ছিল না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সাথে কথা বলতে চাইলে প্রধান শিক্ষক ওয়াহিদুল হক জানান সভাপতি মোবাইল ফোন ব্যবহার করেন না।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার জানান, শিক্ষা প্রতিষ্ঠানের গাছ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়া বিক্রির কোনো সুযোগ নেই। তবে উনি যদি টেন্ডার ছাড়াই বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই অন্যায় করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, প্রধান শিক্ষক যদি টেন্ডার ছাড়া গাছ বিক্রি করে থাকে তাহলে অপরাধ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :