গাংনীতে সরকারি কাজে বাঁধা-এসিল্যান্ড গিয়েই নিষ্পত্তি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:11 PM, 09 August 2021

মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ভুমিহীন মুক্তি মন্ডল বরাদ্দ পান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আশ্রয়ণ প্রকল্প-২ এর দুই শতক জমি ও ঘর। ঘর নির্মাণের জন্য স্থানীয় তহশীলদার জমির প্রস্তাবনাও দেন।

কিন্তুু কাজ করতে গিয়ে বাধাঁর মুখে পড়েন প্রকল্প বাস্তবায়ন অফিস। সরকারি জমি অবৈধ দখল করে ঘর নির্মাণ কাজে বাধাঁ প্রদান করে স্থানীয় মফেজ মন্ডলের ছেলে আজিজুল হক। এসিল্যান্ড গিয়েই নিষ্পত্তি করেন সমস্যা।

জানাগেছে, গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মুক্তি মন্ডল নামের এক ভুমিহীনকে প্রধানমন্ত্রীর প্রকল্পের জমি ও ঘর প্রদান কাজের বাস্তবায়ন কাজ করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

সোমবার দুপুরে গাংনীর পাকুড়িয়া গ্রামের মুক্তি মন্ডলের ঘর নির্মাণ কাজ শুরু করে প্রকল্প বাস্তবায়ন অফিস। কিন্তু সরকারি জমি অবৈধ দখলদার আজিজুল হকের পরিবার থেকে কাজ বন্ধ করে দেন। পিআইও অফিস থেকে কাজ দেখাভালের দায়িত্বরত সহকারি শাহিনুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খামনকে অবহিত করলে তিনি সহকারি কমিশনার ভুমি নাজমুল আলমকে ঘটনা স্থলে যেয়ে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দেন।

সহকারি কমিশনার (ভুমি) নাজমুল আলম গাংনী থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছান। স্থানীয়দের সাথে কথা বলেন এবং তা খুব সহজেই নিষ্পত্তি করেন। পরে ঘর নির্মাণ কাজ শুরু করে পিআইও অফিস।

আপনার মতামত লিখুন :