গাংনীতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:28 PM, 05 November 2024

মেহেরপুরের গাংনী উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে লাঞ্ছিত করার প্রতিবাদে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সরকারি কর্মচারী কর্মকর্তাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বন্ধনের বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা , লাঞ্ছিত উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত হোসনে মোবারক, উপজেলা আনসার কমান্ডার সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আফরোজ প্রমূখ।

এ সময় মানববন্ধনে গাংনী উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সরকারি কর্মচারী, জনগণের সেবা দেয় আমাদের কাজ।  আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে যার কারণে সেবা দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ । সরকারি অধিদপ্তরে যদি এ ধরনের অতর্কিত হামলা হয় সেই সাথে জীবনের নিরাপত্তা না পেলে আমরা এখানে চাকরি করব না। এই ধরনের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর ১০৮/২০২৪ নাম্বার পিটিশন মামলা তদন্তের শুনানীর জন্য উভয়পক্ষকে মাধ্যমিক শিক্ষা অফিসে ডাকা হয়। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বাদী-বিবাদী অফিসের সামনে হাজির হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও বাক বিতন্ডা শুরু হয়। এসময় তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান।

এক পর্যায়ে কয়েকজন যুবক রাগান্বিত হয়ে তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। এর প্রতিবাদ জানালে মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী তোফাজ্জেল হোসেনকেও লাঞ্ছিত করে তারা। ঘটনাটি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন শিক্ষা অফিসার হোসনে মোবারক। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। ততক্ষণে ঘটনা ঘটিয়ে যুবকেরা সটকে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাঞ্চিত হওয়ার ঘটনায় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক (ভারপ্রাপ্ত) বাদী হয়ে গাংনী থানায় এজাহার নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। যার নম্বর ৫, তারিখ ০৪/১১/২০২৪ ইং।

আপনার মতামত লিখুন :