গাংনীতে সম্প্রসারিত ভবনের উদ্বোধন
মেহেরপুরের গাংনীর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্ভোধন করা হয়েছে। রোববার(১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে প্রধান অতিথী হিসেবে ভবনের উদ্বোধন করেন সাহিদুজ্জামান খোকন এমপি।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও বিদ্যালয়ের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী প্রদান করেন ও বাউন্ডারি ওয়াল,শহীদ মিনার ও কম্পিউটার ল্যাব প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেচ, শিক্ষক ও ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।