গাংনীতে সবজি কাটার ঘটনায় আটক-২
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের একটি মাঠে রাতের আঁধারে লাউ-কুমড়া গাছ কাটার ঘটনায় পুলিশের হাতে ২ জন আটক হয়েছে। আটককৃতরা হলেন-সাহারবাটী গ্রামের নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান পিন্টু ও সিরাজুল ইসলামের ছেলে বাবর আলী।
মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটিদল পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম নুর আটকের বিষযটি নিশ্চিত করেছেন। আটককৃতদের বুধবার (১৩ জুলাই) আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সাহারবাটী গ্রামের কৃষক মোহন আলীর চার বিঘা জমির সব্জি (লাউ ও মিষ্টি কুমড়া) হ্মেত গত সোমবার (১১ জুলাই) দিবাগত রাতে কেটে দেই দুর্বৃত্তরা। এঘটনায় কৃষক মোহন আলী বাদি হয়ে এজাহার নামীয় ৩ জন ও অজ্ঞাত নামা ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭। তারিখ ১২/০৭/২০২২ ইং। এ মামলায় এজাহার নামীয় আসামী মফিজুর রহমান পিন্টু ও বাবর আলী।