গাংনীতে সফল মৎস্য চাষীর পুরস্কার পেলেন যুবলীগ নেতা জাকির হোসেন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালন করেছে মৎস্য অধিদপ্তর। কর্মসূচির অংশ হিসেবে রবিবার(২৪-জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সভাকরকে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সাইদুর রহমান ও গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম এর সভাপতি কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও ৭৫মেহেরপুর-০২(গাংনী)আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।অনুষ্ঠান শেষে সফল মৎস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সফল মৎস্য চাষি ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা জাকিরুল ইসলাম জাকিরের হাতে পুরস্কার তুলে দেন।
সফল মৎস্য চাষি জাকিরুল ইসলাম জাকির তার প্রতিক্রিয়ায় বলেন,রাজনীতির পাশাপাশি আমি কৃষি ও মাছচাষকে বেশি প্রাধান্য দিই। কারণ,কৃষি প্রধান দেশের আমি গর্বিত কৃষকের সন্তান। আমি মনে করি লেখাপড়া শিখে চাকরির খােঁজে সময় ব্যয় না করে, কৃষি ও মাছ চাষ করেও সফলকামী সম্ভব। তাছাড়াও যেকােন উদ্যােক্তা হয়ে নিজের এবং দেশের উন্নয়ন সম্ভব।