গাংনীতে সদ্যজাত সন্তান ও তার পাগলী মাকে নিয়ে দিশেহারা একটি পরিবার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:49 PM, 06 November 2023

সন্তান ও সংসার কি তা বোঝে না ভবঘুরে পাগলী সেফালি (ছদ্ম নাম)। নিজের সম্পর্কেই যার কোন ধারণা নেই। অথচ মাস খানেক আগেই পাগলীটি মা হয়েছে। ফুটফুটে কণ্যাটির নাম রাখা হয়েছে ফাতেমা। সন্তান প্রসবের পরই দূর দূরান্ত থেকে আগত লোকজন কেউ জানাতে পারেনি তার পরিচয়। সেই সদ্যজাত সন্তান ও তার পাগলী মাকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে আশ্রয় দাতা কৃষক মহাসিন আলী ও তার পরিবার। একদিকে সদ্যজাত শিশুটির খাবারে অপ্রতুলতা, অন্যদিকে পাগলীর অত্যাচার। সবমিলিয়ে গোটা পরিবার এক অথৈ সমুদ্রে পড়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে।

তবে উপজেলা সমাজ সেবা অফিস বলছে, পাগলী ও তার সন্তানকে আদালতের মাধ্যমে ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

গৃহকর্তা মহসিন আলী জানান, মাসখানেক আগে রাস্তায় ঘুরছিলো পাগলিটি। ছেলেমেয়রা উত্যক্ত করছিলো তাকে। বিষয়টি দেখে পাগলীকে তার বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন। শারিরিক গঠন দেখে সন্তান সম্ভবা বুঝতে পেরে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিক্ষা নিরিক্ষা করার পর অন্তঃস্বত্মার বিষয়টি নিশ্চিত হয়। গত (১২ অক্টেবর) ওই পাগলী ফুটফেটে সন্তান জন্ম দেয়।

সে সময় অনেকেই যতসামান্য টাকা পয়সা দিয়ে যাই অসহায় পরিবারটিকে। আবারও অনেকেই আগ্রহী হয় সন্তানটিকে দত্ত¡ক নেওয়ার। কিন্তু সে সময় দেয়া হয়নি। অপেক্ষা করা হয়েছিল পাগলীর পরিবারের সন্তানের। কিন্তু গেল এক মাসেও পাগলীর পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। এদিকে পাগলী ও তার সন্তানের খাবারের ব্যবস্থা করার দুঃসাধ্য হয়ে পড়েছে। শুধু তাই নয়, আগে পাগলীটি শান্ত ছিল কিন্তু এখন তার অত্যাচার বেড়েছে। বাড়ির লোকজনকে মারধর ছাড়াও সন্তানটিকে গলাটিপে ধরে মেরে ফেলতে চাই।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা সমাজ সেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। ইতোমধ্যেই সমাজ সেবা অফিসার ঘটনাস্থান পরিদর্শন করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থান পরিদর্শন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রসাশক মহোদয়কে জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী পাগলীগে আদালতের মাধ্যমে ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন :