গাংনীতে সড়ক দূর্ঘটনায় যুবক আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:11 PM, 26 August 2020

মেহেরপুরের গাংনীতে স্যালোইঞ্জিন চালিত আলমসাদুর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে হোসেন আলী নামের এক যুবক মারাত্বক জখম হয়েছে। হোসেন আলী (২৬) গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী পৌর এলাকার পশ্চিম মালশাদাহ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হোসেন আলীকে মারাত্বক আহত অবস্থায় পথযাত্রীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান,হোসেন আলী সকালে ইজিবাইকে করে বাড়ি থেকে গাংনী আসছিলেন। মালশাদাহ নামক স্থানে পৌছালে থেকে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া আলমসাদু তাকে ধাক্কা দেয়।

এসময় হোসেন আলী ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাত-পা ও মাথায় রক্তাক্ত জখম হয়। পথযাত্রীরা তাকে উদ্বার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হোসেন আলীর অবস্থা আশঙকা জনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Young man injured in road accident in Gangni

Rabbi Ahmed:In Gangni of Meherpur, a young man named Hossain Ali was seriously injured when he fell from an easy bike after being hit by a saloon engine driven Alamsadur. Hossain Ali (27) is the son of Imdadul Haque of Naodapara village in Gangni upazila.

The incident took place in West Malshadah area of ​​Gangni municipality around 11:30 am on Wednesday. The injured Hossain Ali was rescued by passersby and admitted to Gangni Upazila Health Complex.

According to the locals, Gangni was coming from home by easy bike in the morning. Reaching a place called Malshadah, the reckless Alamsadu coming from the opposite direction pushed him.

At that time, Hossain Ali fell from the easy bike and got bloody injuries on his hands, legs and head. Passersby rescued him and admitted him to Gangni Upazila Health Complex.

As the condition of Hossain Ali was critical, the emergency department doctor referred him to Kushtia Medical College Hospital with first aid.

আপনার মতামত লিখুন :