গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:06 PM, 14 January 2021

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোলাম হোসেন(৪৬) নামে এক জন নিহত হয়েছে এ সময় সাবেক সেনা কর্মকর্তা তৈয়জ উদ্দিন(৫৫) আহত হন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহত্তম মোলাম হোসেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নাটনা পাড়া গ্রামের মৃত আফিল মণ্ডলের ছেলে, তৈয়জ উদ্দিন একই এলাকার মৃত আইজুদ্দিনের ছেলে।

সাবেক সেনা কর্মকর্তা তৈয়জ উদ্দিন জানান, আমরা দুজন মেহেরপুর থেকে বাড়ি যাওয়ার পথে চেংগাড়া নামক স্থানে দুটি বাস একযোগে আসার কারণে আমি মাটির রাস্তায় মোটরসাইকেল নামিয়ে দিয়ে। বাস আমার পেছনে ধাক্কা দিয়ে আমাদের দুজনকে ফেলে দেয় গোলাম বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে আহত হয় এবং তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফেরদৌস পারভেজ জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ওসির বজলুর রহমান জানান,বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :