গাংনীতে সড়ক দুর্ঘটনায় মহিলা সহ আহত-৩
মেহেরপুরের গাংনীতে লেগুনা ও পাখি ভ্যানের ধাক্কায় ০৩জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় গাংনী মাইক্রো বাস স্ট্যান্ডের সামনে দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার হেমায়েতপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহিনা খাতুন(৫০), ভূমধ্যা গ্রামের মোসাদ্দেকের ছেলে রফিকুল ইসলাম(৪০), ও আড়পাড়া গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আনারুল ইসলাম(৫৫)।
স্থানীয়রা জানান, দ্রুতগতিতে লেগুনা পাখি ভ্যানের ধাক্কা দেয় এ সময় ০৩ আহত হয়।আহতদের উদ্ধার করে স্থানীয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।