গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৪
![গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৪](https://gangnirchokh.com/wp-content/uploads/2020/10/received_829947507782635-540x337.jpeg)
![](https://gangnirchokh.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মেহেরপুরের গাংনীতে পাখিভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকা বাঁশবাড়ীয়া গ্রামের পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি’র অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের গোলাম নবীর ছেলে ফিরোজ আহমেদ (৩৬), পৌর সভার ৩ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের নাজিরউদ্দিনের স্ত্রী লালবুড়ি খাতুন (৩০), একই গ্রামের শরিফুদ্দিনের স্ত্রী রেখা (৪০) ও রেখা খাতুনের মেয়ের ছেলে (নাতি) জুবায়ের হোসেন (২)।
আহত ভ্যানচালক ফিরোজ জানান, তিনি যাত্রী নিয়ে গাংনী থেকে বাঁশবাড়িয়া গ্রামের ডাঃ আব্দুল মান্নানের বাড়ীতে যাওয়ার পথে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি’র অফিসের সামনে মেহেরপুরের দিক থেকে আসা আলহাজ নামের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানের সাথে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটির রেজিষ্ট্রেশন নং-কুষ্টিয়া-জ-০৫-০০০৪। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।
গাংনী থানা ওসি ওবাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।