গাংনীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:22 PM, 05 August 2024

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় লিটন হােসেন (২৭) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত লিটন গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

সােমবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,লিটন তার ভ্যান নিয়ে গাংনী উপজেলা শহরের দিক থেকে বাওট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক আসা একটি লাটাহাম্বার গাড়ী তাকে ধাক্কা দেয়। ওই সে ঘটনাস্থলেই মারা যান।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :