গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ১০

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:54 AM, 20 December 2023

মেহেরপুরের গাংনীতে এস বি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন(৪৫) নামের এক ভ্যানচালক নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। আজ বুধবার মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এস বি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর চলাচল কৃত পাখি ভ্যানটিকে ধাক্কা দিয়ে প্রায় ২০ ফিট খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফারুক হোসেন পাখি ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

গাংনী ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে

আপনার মতামত লিখুন :