গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-২
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও শিশুসহ আরো দুই জন আহত হয়েছে।আজ বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার টেংরামারী মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাদিপাড়ার মারার মৃত দবির উদ্দিনের স্ত্রী বৃদ্ধা নিগারন(৮০) ও সিরাজুল ইসলামের শিশুছেলে পলক(১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক যোগে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে কবিরাজ দেখানোর উদ্দেশ্যে যাওয়ার সময় টেংরামারী মাঠের মধ্যে একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান,নিগারন মাথায় আঘাত পায় ও পলকের বাম পা ভেঙ্গে যায়। সড়ক দুর্ঘটনায় আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি শাহ-খান-খান পিপিএম।